Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি আহমেদ আদীবকে আটক করেছে 37দেশটির পুলিশ। রাষ্ট্রপতি আলি আব্দুল্লাহ ইয়ামিনকে বহনকারী স্পিডবোট লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে তাকে আটক করা হয়েছে। খবর রয়টার্সের। খবরে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় আব্দুল্লাহকে বহনকারী নৌকায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়। তবে ওই হামলায় আব্দুল্লাহর কোনো ক্ষতি হয়নি। একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতিকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে আমরা উপ-রাষ্ট্রপতিকে আটক করেছি। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির, আহমেদ আদীবকে আটক করার ঘটনাকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন।