খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজের নামের পাশের আরেকটি সেঞ্চুরি লিখে নিয়েছেন ঢাকা মেট্রোর ওপেনিং ব্যাটসম্যান শামসুর রহমান। শনিবার মাঠে গড়িয়েছে এনসিএলের পঞ্চম রাউন্ডের খেলা। এই রাউন্ডে মুখোমুখি হয়েছে প্রথম স্তরের দুই দল ঢাকা মেট্রো ও খুলনা বিভাগ। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। সকালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা। ঢাকা মেট্রোর হয়ে ব্যাটিং ইনিংসের সূচনা করেছেন শামসুর রহমান ও মেহেদী মারুফ। উদ্বোধনী জুটিতে ৮৮ রান যোগ করার পর ব্যক্তিগত ১৮ রানে আউট হয়েছেন মেহেদী। তবে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকা শামসুর রহমান খুলনার বোলাদের জন্য হতাশা ছড়িয়েছেন। ২ উইকেট হারিয়ে ১১৬ রানের সংগ্রহ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল ঢাকা মেট্রো। শামসুর অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৮২ রানে। লাঞ্চ থেকে ফেরার কিছু সময় পরই সেঞ্চুরি পূর্ণ করেছেন শামসুর। শেষ অব্দি খুলনার স্পিনার রবিউল ইসলাম রবির বলে ইমরুল কায়েসের তালুবন্দী হওয়ার আগে ১৬৭ বলে ১৪৪ রান করেছেন তিনি। এতে ছিল ১৮টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ৬ টেস্ট ও ১০টি ওয়ানডে খেলা শামসুর রহমানের এটি এবারের এনসিএলে দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এই রিপোর্ট লেখা অব্দি ৫ ম্যাচে (চলমান ম্যাচ সহ) ২ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরির সুবাদে মোট ৪৩১ রান নিয়ে এবারের লিগে সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গাটি দখল করে রেখেছেন শামসুর রহমান।