খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : দেশের পুঁজিবাজারে যতো দিন যাচ্ছে ততোই লেনদেনের পরিমাণ কমছে। সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৫৭৫ কোটি ৮২ লাখ ৭৭ হাজার ৩৫৩ টাকা বা ৩০ দশমিক ২ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৯১৮ কোটি টাকা লেনদেন হলেও গত সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ৩৪২ কোটি। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৩০ দশমিক ২ শতাংশ। অবশ্য দুর্গাপূজার ছুটির কারণে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকায় বিদায়ী সপ্তাহে একদিন কম লেনদেন হয়েছে। তবে গড় হিসাবে আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ১২.৫৩ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন হয়েছিল ৩৮৩ কোটি ৫৭ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহে তা কমে হয়েছে ৩৩৫ কোটি ৫০ লাখ টাকা। কয়েক সপ্তাহ আগেও ডিএসইতে গড়ে ৪৫০ কোটি টাকা লেনদেন হতো। কিন্তু গত কয়েক সপ্তাহে লেনদেনের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে। এর ফলে গড় লেনদেন নেমে এসেছে ৩৫০ কোটি টাকারও নিচে। এদিকে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণে বাজারে লেনদেনের পরিমাণ কমছে। এ ছাড়া বাজারে ধারাবাহিক পতনের কারণে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরাও বাজারে তেমনভাবে সক্রিয় নন। এদিকে বিদায়ী সপ্তাহেও সূচকের পতন ঘটেছে। আগের সপ্তাহের তুলনায় ডিএসই ব্রড ইনডেক্সের (ডিএসইএক্স) পতন হয়েছে ২৮.৯৫ পয়েন্ট। ৪ হাজার ৬৭৬.৬৩ পয়েন্ট দিয়ে শুরু করার পর সপ্তাহ শেষে ডিএসই সূচক ৪ হাজার ৬৪৭.৬৮ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে সূচকের পতন হয়েছিল ১০৪.৭৩ পয়েন্ট। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২০১টির ও অপরিবর্তিত ছিল ১৮টির দর।