Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : পুরান ঢাকার হোসনি দালানে মুসলিম শিয়া সমর্থিতদের তাজিয়া 44মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শনিবার বিকালে একটি বিবৃতির মাধ্যমে দায় স্বীকার করেছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ এর উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে একথা জানানো হয়েছে। আইএসের পক্ষ থেকে বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘বাংলাদেশে খেলাফতের সৈনিকরা বহু ঈশ্বরবাদীদের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।’ তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততা নেই। এটা স্বাধীনতাবিরোধী জামায়াত শিবিরের নাশকতামূলক কাজ। প্রসঙ্গত, শুক্রবার রাতে পুরান ঢাকার হোসনি দালান থেকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করার প্রস্তুতিকালে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ১ কিশোর নিহত এবং শতাধিক আহত হন। এ ঘটনায় দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে।