খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : আজ কেন্দ্রীয় ব্যাংকের রংপুর অফিসের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান ব্রেকিংনিউজকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। এ.এফ.এম. আসাদুজ্জামান বলেন, গ্রাহকের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের পরিধি বাড়াতে হয়। বাণিজ্যিক ব্যাংকগুলোকে সেবা দানের লক্ষে কেন্দ্রীয় ব্যাংকের পরিধি বাড়াতে কাজ করছে বর্তমান গভর্নর। তারই অংশ হিসেবে আজ রাতে রংপুর অফিসের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন ড. আতিউর রহমান। তিনি বলেন, এর পাশাপাশি বিলুপ্ত ছিটমহলবাসীকে আর্থিক অবস্থার উন্নয়ন এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ৩ দিনের সফরে রংপুরে যাচ্ছেন গভর্নর। পাশাপাশি নিলফামারি,পঞ্চগড়, জয়পুরহাট পরিদর্শন করবেন তিনি। এই কাজের সঙ্গী হচ্ছেন বিভিন্ন গনমাধ্যমের এক ঝাঁক অর্থনৈতিক সংবাদকর্মী।