Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : পুরান ঢাকায় শিয়া সমাবেশে বোমা হামলার পিছনেও আইএস 56জড়িত বলে দাবি করেছে ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থাটির ওয়েবসাইটে শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি বার্তা প্রকাশ করা হয়েছে, যাতে ঢাকায় হামলার ‘দায় স্বীকার’র কথা আছে। আইএসকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, “বাংলাদেশে খিলাফতের সৈনিকরা বহু-ঈশ্বরবাদীদের ধর্মীয় আচারের সময় বিস্ফোরণ ঘটিয়েছে।” আশুরা উপলক্ষে শনিবার ভোররাতে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে এক কিশোর নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়। হামলায় জড়িত অভিযোগে দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বলেছেন, “হাতে তৈরি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।” এ হামলায় আইএসের সম্পৃক্ততার দাবি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নাকচ করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। হামলার পর ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে পুলিশ। তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় জঙ্গিদের সম্পৃক্ততা নেই এবং পাকিস্তানে শিয়াদের শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় ২২ জন নিহতের ঘটনার সঙ্গেও এর কোনো যোগসূত্র নেই। এর আগে গত ২৮ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর বাংলাদেশে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পরেও আইএস ‘দায় স্বীকার’ করে বার্তা দেয় বলে জানিয়েছিল ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’। তবে ওই দুই খুনে মধ্যপ্রাচ্যের এই সন্ত্রাসী গোষ্ঠীর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে। বাংলাদেশে আইএস বা এ ধরনের কোনো জঙ্গি গোষ্ঠীর তৎপরতা নেই বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।