খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : পুলিশ জানায়, পশ্চিম দিল্লির যে এলাকায় শিশুটি ধর্ষিত হয় তার আশেপাশের বাসিন্দাদের কাছে খোঁজখবর নেয়ার পর পুলিশ ১৭ বছর বয়সী ওই দুই কিশোরকে আটক করে। উভয় কিশোরই শিশুটির পরিবারের পূর্ব পরিচিত বলেও জানিয়েছে পুলিশ। একই দিনে দিল্লির পূর্বাঞ্চলে পাঁচ বছর বয়সী অন্য একটি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে আরও তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার দুই শিশু ধর্ষণের ঘটনায় দিল্লির রাস্তায় নতুন করে বিক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনগণ। কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের ব্যর্থতার কারণে নিয়মিত ধর্ষণের ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল। দিল্লির বাসিন্দাদেরও অভিযোগ, নারী ও শিশুদের সুরক্ষায় দিল্লি পুলিশ যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করছে না। শুক্রবার রাতে পশ্চিম দিল্লিতে আড়াই বছর বয়সী ছোট্ট শিশুকে দুই ব্যক্তি অপহরণের করে ধর্ষণের পর শিশুটির বাড়ির কাছে একটি পার্কে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। একই দিন দিল্লির পূর্বাঞ্চলে প্রতিবেশী তিন ব্যক্তি পাঁচ বছর বয়সী একটি শিশুকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গণধর্ষণ করে। উভয় শিশুই বর্তমানে হাসপাতালে চিকৎসাধীন আছে বলে জানিয়েছে পুলিশ।