Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: রান ঢাকায় শিয়াদের সমাবেশে বোমা হামলার নিন্দা  1জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শনিবার ভোররাতে হোসাইনী দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে তিনটি বিস্ফোরণে একজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। হামলার নিন্দা জানিয়ে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এক টুইটে লিখেছেন, “শিয়াদের আশুরার সমাবেশে ভয়ানক হামলা। এ ধরনের অসহনশীলতা ও সহিংসতা গ্রহণযোগ্য নয়। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।” হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে এক ফেইসবুক পোস্টে নিহতের স্বজন ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। “ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ দিনের ঐতিহ্য রয়েছে বাংলাদেশের। এই সংকটকালীন মুহূর্তে আমরা বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে আছি,” বলেন তিনি। মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসাইনের (রা.) শহীদ দিবস আরবি মহররম মাসের ১০ তারিখকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে শিয়া মুসলমানরা। দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো শনিবার ভোররাতে তাজিয়া মিছিলের জন্য হোসাইনী দালানে সমবেত হন কয়েক হাজার শিয়া মতাবলম্বী। শিয়াদের এই সমাবেশ ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যেই রাত ২টার কয়েক মিনিট আগে সেখানে বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে।