Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3নাজমুল হুদা বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় জোটের ৭ দফা বাস্তবায়ন করতে এক নেত্রীই (আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা) যথেষ্ট। তাই এখন আমাদের দ্বিতীয় নেত্রীর প্রয়োজন নেই।’ জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় জোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএ’র ঐতিহাসিক ৭ দফার দেশব্যাপি প্রচার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাজমুল হুদা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থির পরিবর্তন হয়েছে। তাই বিএনএ’র ৭ দফা বাস্তাবায়ন এখন সহজ হবে। কারণ আগে আমাদের ২ নেত্রীকেই প্রয়োজন ছিল। কিন্তু এখন এক নেত্রীই যথেষ্ট আমাদের ৭ দফা বাস্তাবায়ন করতে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যা চান শুধুমাত্র আপনিই পারবেন তা বাস্তবায়ন করতে। তাই এখন আর দ্বিতীয় নেত্রীর প্রয়োজন নেই। কারণ বাংলাদেশের সর্বশক্তির আধার আপনিই। তাই আপনিই পারবেন জাতীয় জোটের নির্বাচনের স্থায়ী রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক জনগণের সরকার ব্যবস্থা চালু রাখতে। সাবেক এ মন্ত্রী বলেন, নির্বানের রায়ে মাধ্যমেই জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। এই দাবি আজ শুধু মাত্র সময়ের দাবিই নয়, এটি একটি সার্বজনিন দাবি। তাই এই দাবির সমর্থনে যুগ যুগ ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দেশে একটি অবাধ নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে। এ সময় তিনি ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএ’র ঐতিহাসিক ৭ দফার দেশব্যাপি প্রচার কার্যক্রম’ ঘোষণা করে। কার্যক্রগুলো হলো: আগামী ১৫ নভেম্বর খুলনায় সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা, ২ ডিসেম্বর রাজশাহীতে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা, ১৯ ডিসেম্বর বরিশালে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা, ৭ জানুয়ারি (২০১৬) সিলেটে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা, ১৫ জানুয়ারি ঢাকায় প্রতিষ্ঠা দিবস উদযাপন, ২১ জানুয়ারি চট্রগ্রামে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা, ২৯ জানুয়ারি ময়মনসিংহে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা, ১৫ ফেব্র“য়ারি রংপুরে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা এবং ১ মার্চ ঢাকায় সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা ও পরবর্তি কর্মসূচি ঘোষণা। এরআগে গত ১৫ ফেব্র“য়ারি (২০১৫) গণতন্ত্রের ম্যাগনা কার্টা জাতীয় জোট বিএনএ’র ঐতিহাসিক ৭ দফা ঘোষণা করেছিলেন নাজমুল হুদা। শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ৭ দফা দাবি আবারও জনসম্মুখে তুলে ধরেন তিনি। এসময় সংবাদ সম্মেলনে এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, বিএনএ’র মহাসচিব সেকেন্দার আলী, মুখপাত্র শেখ শহীদুজ্জামান, জাগো বাঙ্গীর চেয়ারম্যান মেজর (অব.) ডা. হাবিবুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।