রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান রবিবার জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত ছিটমহল দহলা খাগড়াবাড়ি সফর করবেন। তিনি ওই এলাকার নাগরিকদের মধ্যে বিভিন্ন সহায়তা প্রদান করবেন এবং ব্যাংক মেলার উদ্বোধন করবেন। গভর্নরের আগমণ উপলক্ষে দহলা খাগড়াবাড়িকে বর্ণিলভাবে সাজানো হয়েছে। এলাকাবাসীর মাঝে বইছে খুশির ঝিলিক। দেশের বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে পৌঁছে গেছেন। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে জানা গেছে, গভর্নর বাংলাদেশের মানচিত্রে সদ্য অর্ন্তভূক্ত বিলুপ্ত ছিটমহলবাসীদের জীবনমানসহ বিদ্যমান আর্থ-সামাজিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। রবিবার সকাল ১০টায় দহলা খাগড়াবাড়ীতে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতার আওতায় উপকারভোগীদের মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করবেন আতিউর। আর্থিক অর্ন্তভূক্তি সংক্রান্ত দিক-নির্দেশনা দিবেন ও কৃষিঋণ বিতরণ করবেন। সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ব্যাংকের দেওয়া সেলাই মেশিন, নলকূপ, সোলার প্যানেল, কৃষি উপকরণ, ছাত্রীদের মধ্যে বাইসাইকেল, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন স্থাপন, স্কুলঘর নির্মাণে সহায়তা প্রদান করবেন। এ ছাড়া ব্যাংক মেলায় অংশ নিচ্ছে ৪০টি ব্যাংক। সফরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান ও এসএম রবিউল হাসান, যুগ্ম পরিচালক মো. ওছমান গণি, প্রটোকল উপ-বিভাগের অফিসার মো. সিদ্দিকুর রহমান ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।