খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: নিউ মেক্সিকো উত্তরাঞ্চলীয় উ”চ মরুভূমিতে ২৫ বছর কুকুরকে সঙ্গী করে মরুভূমিতে বেলেপাথর খোদাই করে গুহা খনন করেছে এক শিল্পী। ভূগর্ভস্থ গুহার মধ্যে তিনি যাদু সৃষ্টি করেছেন বলা যেতে পারে। তিনি যা সৃষ্টি করেছেন, অবিশ্বাস্য ক্ষমতার বাসযোগ্য শিল্প। মজার ব্যাপার হলো, একজন শিল্পী হিসেবে নিজেকে দেখেন না এই শিল্পী । প্রগাঢ় ভাবে আশ্চর্য তার অনুভূতি প্রকাশ করেছেন একজন মানুষ হিসেবে। ভিডিও তার গল্পের বাকি বলে দিবে।