খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: ফ্রান্সের এক লোক প্রতিমাসে হাজার হাজার পাউন্ড রোজগারের জন্য স্ত্রীকে ২৭০০ জনের বেশি লোকের সাথে যৌন মিলনে বাধ্য করেছেন! এমনই অভিযোগ করেছেন অভিযুক্তের স্ত্রী। খবর দ্য ইন্ডিপেনডেন্টের। খবরে বলা হয়, আইনি কারণে ৫৪ বছর বয়সী অভিযুক্ত ওই স্বামীর নাম প্রকাশ করা হয়নি। ভুক্তভোগীর অভিযোগ ২০১১ সাল থেকে তাকে দিয়ে এ নোংরা ব্যবসা শুরু করে তার স্বামী। মিয়াক্স আদালতে ভুক্তভোগী জানায়, ইতোমধ্যে তাকে দিয়ে ১ লক্ষ ৬০ হাজার পাউন্ড আয় করেছে তার স্বামী। লি প্যারিসিয়েন পত্রিকার বরাত দিয়ে দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, ৪টি পৃথক ওয়েব সাইটে টেক্সট মেসেজ এবং ই-মেইল বার্তার মাধ্যমে স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তির কাজ করাতো পাষণ্ড স্বামী। দিনে ৩ বার স্ত্রীকে দিয়ে এ কাজ করাতো সে। ওই ঘৃণ্য কাজের সময় তাদের ৫ বছর বয়সী ছেলেকে সামলে রাখতেন স্বামী। ডেপুটি প্রোসিকিউটর ইমানুয়েল ডুপিক বলেন, ‘মানসিক শক্তি’ খাটিয়ে স্ত্রীকে এ কাজ করাতে বাধ্য করতেন অভিযুক্ত স্বামী।