খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা ও বাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (সুন্দরগঞ্জ) আদালতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার জামিন শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু। এর আগে গত ১৪ অক্টোবর রাত সোয়া ১০টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করে ডিবি। পরের দিন গাইবান্ধায় নিয়ে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে হাজির করা হলে বিচারক মো. ময়নুল হাসান ইউছুফ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। উল্লেখ্য, গত ২ অক্টোবর সকালে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের ব্র্যাক মোড় এলাকায় এমপি লিটনের গুলিতে আহত হয় শাহাদাত হোসেন সৌরভ নামের এক শিশু। সে সময় লিটন মদ্যপ অবস্থায় ছিলেন। ওই ঘটনায় মামলা করার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।