Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাক যুদ্ধ নিয়ে ভুল 23গোয়েন্দা তথ্য এবং ভ্রান্ত পরিকল্পনার জন্য ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর উত্থানের পেছনে ইরাক যুদ্ধ বলে যে দাবি উঠেছে, সেটা আংশিক সত্য। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী সিএনএন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পরবর্তী সময়ে যথাযথ পরিকল্পনা নিতে না পারার ব্যর্থতার কারণে অনুশোচনা করেন তিনি। টনি ব্লেয়ার বলেন, ‘আমরা যে গোয়েন্দা তথ্য পেয়েছিলাম তা ভুল ছিল, এ জন্য ক্ষমা চাইছি। পরিকল্পনায় ব্যর্থতার জন্যও আমি ক্ষমা চাইছি এবং অবশ্যই আমাদের ভুল ছিল সরকারকে সরিয়ে ফেললে কী হবে, সেটা বোঝার মধ্যে।’ সিএনএনের উপস্থাপক ফরিদ জাকারিয়া প্রশ্ন করেন, ইসলামিক স্টেটের উত্থানের পেছনে ইরাক যুদ্ধই মূল কারণ কি না। এর উত্তরে ব্লেয়ার বলেন, ‘আমার মনে হয়, সত্যের উপাদান এটার (ইরাক যুদ্ধ) মধ্যে আছে।’ তিনি আরও বলন, ‘অবশ্যই আপনি বলতে পারেন না যে, ২০০৩ সালে আমরা যাঁরা সাদ্দাম হোসেনকে উৎখাত করেছি, ২০১৫ সালের পরিস্থিতির জন্য আমাদের দায় নেই।’ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্রডকাস্টার শনিবার টিভি ট্রায়ালে ব্লেয়ারকে ইরাক যুদ্ধে বুশের ক্রীড়নক হওয়ার জন্য সরাসরি অভিযোগ করেন। আর সেই অভিযোগের পক্ষেই কথা বলেন তিনি। এর মাত্র সপ্তাহখানেক আগে দ্য মেইল হোয়াইট হাউসের একটি নথির প্রমাণ দিয়ে খবর প্রকাশ করে, ইরাক যুদ্ধের এক বছর আগে ২০০২ সালে বুশ ও ব্লেয়ার ইরাকে আগ্রাসন চালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিকল্পনা করেন। প্রসঙ্গত, ছয় বছর আগে ইরাক যুদ্ধ নিয়ে ব্রিটিশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন একটি তদন্ত কমিটি গঠন করেন। স্যার জন চিলকটের নেতৃত্বে এ তদন্ত এখনো শেষ হয়নি। সে সময় ব্রাউন বলেছিলেন, তদন্ত শেষ হতে বছরখানেক লাগবে। টনি ব্লেয়ার তার ভুল বুঝতে পারলেও বুশ এ বিষয়ে কোনো কথা বলতেই রাজি নন। তবে যেহেতু ব্লেয়ার তার দায় নিয়েছেন, একদিন বুশকেও তা নিতে হবে।