খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে নাশকতার সাথে জড়িত থাকার মামলায় সাভার পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লাহকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিতিতে সাভারের কর্ণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রানা প্লাজার মামলা থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় রেফাত উল্লাহকে পৌর মেয়রের দায়িত্ব থেকে বরখাস্ত করে। পরে সে জামিনে এসে হাইকোটে আপিল করলে আবারও দায়িত্ব ফিরে পায়। গত তিন দিন আগে আবারো সে পৌরসভার মেয়রের দায়িত্ব নেন।
এব্যাপারে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে , গ্রেফতারকৃত আসামিকে আজকের মধ্যেই আদালতে পাঠানো হবে।