Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: ঢাকার হোসনি দালান ইমামবাড়ায় বোমা হামলার ঘটনায় 30অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার মো. মফিজউদ্দিন আহমেদ জানান, রোববার দুপুরে চকবাজার থানার এস আই জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা করেন।
আশুরা উপলক্ষে নাজিম উদ্দিন রোডে হোসনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শনিবার প্রথম প্রহরে বোমা হামলার ওই ঘটনায় এক কিশোর নিহত হয়, আহত হয় অর্ধশতাধিক।
মহানগর পুলিশের সহকারী উপ কমিশনার সঞ্জীব কুমার রায় বলেন, ওইদিন ঘটনার পরপরই তারা তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের হাতে দিয়েছিলেন। এরপর আর কাউকে আটক করার কথা তার জানা নেই।
পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ইতোমধ্যে বলেছেন, শিয়াদের তাজিয়া মিছিলের উপর হামলার সঙ্গে দুদিন আগে গাবতলীতে এএসআই খুনের যোগসূত্র রয়েছে বলে তিনি মনে করেন।
গত বৃহস্পতিবার গাবতলীতে পুলিশের একটি তল্লাশি চৌকিতে ছুরিকাঘাতে নিহত হন এএসআই ইব্রাহিম মোল্লা। তখন ঘটনাস্থল থেকে মাসুদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যে ঢাকার কামরাঙ্গীরচর থেকে বোমা ও বিস্ফোরক উদ্ধারের কথা শুক্রবার জানিয়েছিল পুলিশ। আইজিপি বলছেন, কামরাঙ্গীরচরে পাওয়া বিস্ফোরক এবং ইমামবাড়ার বিস্ফোরকে মিল আছে।
হোসনি দালানে তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয় এবং দুটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায় বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।
নাজিম উদ্দিন রোডের হোসনি দালান থেকে প্রতিবছর আশুরার তাজিয়া মিছিল বের হয়। এর ব্যবস্থাপনায় থাকে ‘হোসনি দালান ইমামবাড়া’।
ওই এলাকায় থাকা ৩২টি ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি থেকে হামলাকারীদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে পুলিশ আশা করছে।