Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 39(আইপিএল) দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এরপর থেকেই শোনা যাচ্ছিল, হয়তো আগামী আসরে দেখা যাবে না চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী আসরে নতুন দলে তাঁবু গাড়ছেন ভারতের ওয়ানডে অধিনায়ক।
আগামী আসরে এটা নিশ্চিত যে হলুদ জার্সিতে খেলতে পারছেন না ধোনি। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র দ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘ধোনি অবশ্যই নতুন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন। আর চেন্নাই সুপার কিংস থেকে ধোনির ওপর কোনও চাপ নেই। ধোনি ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। তাই এমন টুর্নামেন্টে তার না খেলার চিন্তা করাটা বোকামি হবে।’
ওই সূত্র আরও জানায়, ‘আমরা বলছি না চেন্নাইয়ের সঙ্গে ধোনির সম্পর্ক শেষ। তবে সে নতুন দলের হয়েই খেলতে যাচ্ছে।’
ভারতের এক তদন্ত কমিটি দুর্নীতির দায়ে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়ল্যাসকে দুদবছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করে।
সুপ্রিম কোর্টের নিয়োগ করা এ তদন্ত কমিটি আরও বলেছে, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা অবৈধ জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এমন ঘোষণার পর কোন দুটি দল এই দলগুলোর স্থলাভিষিক্ত হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে দুই দলের মোট ৬ ক্রিকেটার খসড়ার মাধ্যমে নতুন দলের সঙ্গে খেলতে যাবে। আর বাকিরা নিলামের মাধ্যমে খেলবেন।
উল্লেখ্য, ধোনির নেতৃত্বে আইপিএলে সবচেয়ে সফল দল ছিল চেন্নাই সুপার কিংস।