Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: নাশকতার মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য (এমপি) 53ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু এবং পৌরসভার বর্তমান মেয়র রেফাতউল্লাহসহ ৯ জনকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার বিকালে ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতে তাদের হাজির করে সাভার থানার ২ মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ সিরাজ জিন্নাত ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রাজধানীর পরীবাগ এলাকার নিজ বাসা থেকে শনিবার গভীর রাতে সালাউদ্দিন বাবুকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
অন্যদিকে, রবিবার সকালে সাভারের উলাইল এলাকার বাসায় অভিযান চালিয়ে পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাতউল্লাহকে গ্রেফতার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, বিএনপি-জামায়াতের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে গাড়িতে অগ্নিসংযোগসহ বেশকিছু নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাদের আদালতে পাঠানো হয়।