খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ডি কক ও ভিলিয়ার্স ও ফ্যাফ ড্যু প্লেসির শতকে ভারতকে পাহাড়সম রানের টার্গেট দিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে স্বাগতিকদের ৪৩৯ রানের টার্গেট দিয়েছে এবি ডি ভিলিয়ার্সের দল। সূত্র ক্রিকিইনফোর।
এদিন টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স। দুই ওপেনার হাশিম আমলা ও ডি কক শুরুটা ভালোই করেছিলেন। দলীয় ৩৩ রানের মাথায় ব্যক্তিগত ২৩ রান করে বিদায় নেন এদিন দ্রুততম ৬ হাজার রান করা আমলা।
তবে অপর ওপেনার কুইন্টন ডি কক (১০৯), ফ্যাফ ড্যু প্লেসি (১৩৩) ও অধিনায়ক ডি ভিলিয়ার্সের (১১৯) শতকে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৪৩৮ রান করে সফরকারীরা।
ভারতের হয়ে ভুবেনশ্বর কুমার, হরভজন সিং, মোহিত শর্মা ও সুরেশ রায়না ১টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোরঃ দক্ষিণ আফ্রিকা-৪৩৮/৪ কুইন্টন ডি কক (১০৯), ফ্যাফ ড্যু প্লেসি (১৩৩), ডি ভিলিয়ার্সের (১১৯), আমলা (২৩), ডেভিড মিলার (২২), বিহার ডিয়ান (১৬) ও এলগার (৫)