Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20151025-AIBL_CSR_Blinds_Pressদৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে সাদা ছড়ি বিতরণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি ফরিদপুর পৌরসভার অম্বিকা হলে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৫’ উপলক্ষে National Society of the Blind & Partially Sighted Faridpur District Branch (NSBPFB) কর্র্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দৃষ্টিপ্রতিবন্ধিদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন ব্যাংকের কোম্পানি সচিব মোঃ মোফাজ্জেল হোসেন। এ সময় ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মহিউদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ৩০০ সাদা ছড়ি বিতরণ করা হয়।

খোলাবাজার/জিএস/২৫-১০-২০১৫।।