খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (ডিএসই) লেনদেন কিছুটা কমলেও মূল্যসূচক বেড়েছে।
ডিএসইতে আজ মোট ৩১৫ টি কোম্পানির ৯ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৫৯৫ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।ডিএসই’তে আজ মোট লেনদেনের পরিমাণ ৩২৫ কোটি ৭০ লাখ ৭৮ হাজার ৭৭৩ টাকা। যা আগের দিনের চেয়ে ৩০ কোটি ৪৭ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৪৬৪৯ দশমিক ২৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক শুণ্য দশমিক ৩৪ পয়েন্ট কমে ১৭৬২ দশমিক ২১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১১১৬ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪০ টির, কমেছে ১২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো-আমান ফিড,সিভিও পিআরএল, কেডিএস এক্সসোরিস, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার, মিরাকল ইন্ড্রা., সিএনএ টেক্স, শাহাজীবাজার পাওয়ার, ইফাদ অটোস ও বিএসআরএম স্টিল ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-মিরাকল ইন্ড্রা, স্ট্যান্ডার্ড সিরামিক, দেশ গার্মেন্টস, হাক্কানী পাল্প, দেশবন্ধু পলিমার, আনোয়ার গ্যালভানাইজিং, এক্সিম ১ম মি.ফা., ফু-ওয়াং সিরামিক, আনলিমা ইয়ার্ণ ও মন্নু সিরামিক।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ণ হাউজিং, গ্রীনডেল্টা মি.ফা., ডেসকো, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, কেডিএস এক্সসোসিরস, যুমনা ব্যাংক, ৫ম আইসিবি, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার সিমেন্ট ও জাহিন স্পিনিং।