Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক শাইখ নূরুল 67ইসলাম ফারুকী হত্যার দুই আসামিকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
দুই আসামিকে রবিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরশেদ আলী মণ্ডল। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
২০১৫ সালের ১৩ অক্টোবর টাঙ্গাইল থেকে তারিকুল ইসলাম ওরফে মিঠুকে (৩০) এবং বুধবার মিরপুর থেকে আলেক বেপারিকে (৩৫) গ্রেফতার কর হয়। গ্রেফতার তারিকুল জেএমবি নেতা বলে দাবি গোয়েন্দা পুলিশের।
এর আগে, ২০১৫ সালের ১৫ অক্টোবর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মো. খিজির খান হত্যা মামলায় তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৯ অক্টোবর ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালত তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
খিজির খান হত্যা মামলায় রবিবার তারিকুল ইসলাম মিঠু ঢাকা মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
রবিবার রিমান্ড শেষে শাইখ নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে সিআইডি।
মামলার এজাহারে থেকে জানা গেছে, ২০১৪ সালের ২৭ আগস্ট এশার নামাজের পর আনুমানিক ৬-৭ যুবক পূর্ব রাজাবাজারে ফারুকীর নিজ বাসায় প্রবেশ করে। কিছু সময় পর ফারুকীর স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে ফেলে তারা। এরপর পৃথক কক্ষে ফারুকীকে গলা কেটে হত্যা করা হয়। ওই ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।