Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পূবালী ব্যাংক লিমিটেড Instant Cash FZE, UAE এর সাথে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) সুবিধা সম্বলিত Agreement with FZE_ ID এসেছে। এ উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। এসময় পূবালী ব্যাংকের চিফ টেকনিক্যাল অফিসার ও তথ্যপ্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী এবং Instant Cashএর কান্ট্রি ম্যানেজার সানজানা ফরিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের মহাব্যবস্থাপক শেখ গোলাম মোহাম্মদ।

এই চুক্তি স্বাক্ষরের ফলে প্রবাসী বাংলাদেশীরা পূবালী ব্যাংকের মাধ্যমে দ্রুত ও নিরাপদে দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং এর ফলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রেরণের পরিমাণ বৃদ্ধি পাবে। উক্ত চুক্তির মাধ্যমে গ্রাহকরা Instant Cash এবং Bank Account Transfer রেমিটেন্স সুবিধা ভোগ করবেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
খোলাবাজার/জিএস/২৫-১০-২০১৫।।