Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: তিন সন্তান চাচ্ছেন মা ছবি বেগমের মরদেহ দাহ করতে, আর 76তিন সন্তান চাচ্ছেন কবর দিতে! এ নিয়ে তুমুল উত্তেজনাকর অবস্থার মধ্যে পুলিশ লাশ নিয়ে গেছে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে।
এ ঘটনা রোববারের। ঘটেছে রাজধানীর দক্ষিণ বনশ্রীর বি ব্লকের ১২২ নং বাসায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার মৃত হীরা মিয়া-ছবি বেগম দম্পত্তির ছয় সন্তান। বিয়ের সময় হীরা ছিলেন হিন্দু ধর্মের। সে সময় থেকে মৃত্যু পর্যন্ত হিন্দুই ছিলেন। তাদের ছয় সন্তানের মধ্যে চন্দনা, অনামিকা, রূম্পা বাবার পদাঙ্ক অনুসরণ করে হিন্দু ধর্মের অনুসারী হন। শাহাবুদ্দিনসহ দুই মেয়ে অনুসরণ করেন মায়ের পদাঙ্ক।
রোববার সকাল নয়টার দিকে ৭০ বছর বয়স্ক ছবি বেগমের স্বাভাবিক মৃত্যু ঘটে ১২২ নং বাসায়। হিন্দু তিন সন্তান দাবি করেনÑ ছবি বেগমকে তারা দাহ করবেন। পাল্টা দাবি করে বাকি তিনসন্তান দাবি করেনÑ কবরস্থ করবেন। এ নিয়ে তাদের বাসা ভেদ করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিনভর তুমুল উত্তেজনাকর পরিস্থিতি গড়ায় রাতেও।
খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ সাধারণ মানুষের তোপের মুখ থেকে লাশ উদ্ধার করে পাঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। লাশ সুরক্ষিত করতে পুলিশ মর্গের শরণাপন্ন হয়েছে জানিয়ে খিলগাঁও থানা পুলিশ সূত্র জানায়, বিষয়টি সুরাহা করতে কাল সোমবার ঢাকা জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দেয়া হবে।