খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে সাবেক কমেডি অভিনেতা জিমি মোরালেস জয়ী হয়েছেন।
বিবিসি বলছে, দেশটির সাবেক ফাস্ট লেডি সান্দ্রা টরেসের বিরুদ্ধে নির্বাচনে তিনি ৭২ শতাংশ ভোট পেয়েছেন।
নির্বাচনে সরকারে অনভিজ্ঞ একজন সাবেক টেলিভিশন কমেডিয়ানের জয়ী হওয়া দেশটির অজনপ্রিয় রাজনৈতিক অভিজাত শ্রেণীর প্রতি মানুষের অনাস্থারই প্রকাশ।
সব ভোট গণনার আগেই টরেস পরাজয় মেনে নিয়েছেন। তবে ততক্ষণে মোরালেস ভোটে অনেক ব্যবধানে এগিয়ে যান।
দেশটির প্রেসিডেন্ট ওত্তো পিরেজ মলিনার পদত্যাগ ও গ্রেপ্তারের একমাস পর এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হল।
তার বিরুদ্ধে দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ ও কাস্টমস কর্র্মকাদের একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ আনা হয়েছির।
অবশ্য এ ধরনের দুর্নীতিগ্রস্ত নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মলিনা।
এই নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়ীরা করফাঁকির জন্য কর্মকর্তাদের ঘুষ দিত।
ভোট গণনার পর মোরালেস বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেসিডেন্ট হিসাবে আমি গুয়াতেমালার জনগণের ম্যান্ডেট পেয়েছি। ঈশ্বর সহায়। সবাইকে ধন্যবাদ।”
তবে দেশটির এই গুরুতর রাজনৈতিক সমস্যা থেকে উত্তরণের জন্য ভোটারদের প্রতি জোরালো আহ্বান রাখার পরও ভোট পড়েছে বেশ কম।
দেশটির সাবেক প্রেসিডেন্ট পিরেজ মলিনাকে অভিসংশন করার পর সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে বিচারের অপেক্ষায়।