Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: মেয়ের বাবা হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল 22হাসান। সাকিবের ভেরিফাইড পেজে আজ সোমবার সকালে স্ত্রী শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন এই কথা। সেই সঙ্গে ক্যাপশনে লিখেছেন ‘রাজকন্যার আগমনের সময় গণনা শুরু।’
উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী উম্মে আহমেদ শিশির। আড়াই বছরের বেশি সময় পর সন্তানের মুখ দেখতে যাচ্ছে এই দম্পতি।
জানা যায়, যুক্তরাষ্ট্রে জন্ম নেবে সাকিব-শিশিরের প্রথম সন্তান। জুলাই মাসে সাকিব-শিশিরের পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র তাদের বাবা-মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। সেই সময়ে শিশির ছিল ছয় মাসের অন্তসত্ত্বা। সেই হিসাবে চলতি মাসের শেষ নাগাদ অথবা নভেম্বরের শুরুতেই সন্তানের মুখ দেখবেন সাকিব।