খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: সুন্দর চেহারা আর মিশুক স্বভাবের জন্য এর মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে গিয়েছেন কানাডার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো। তবে ইনি যে দারুণ নাচতেও পারেন সেটা জানতেন কি? তাও আবার ভাংড়া! জাস্টিনের নাচ নিয়েই মজে রয়েছে সোশ্যাল মিডিয়া।
মন্ট্রিয়লে আয়োজিত ইন্ডিয়া-কানাডা সমিতির এক অনুষ্ঠানে পাঞ্জাবি গানের সঙ্গে চুটিয়ে ভাংড়া নেচেছিলেন ৪৩ বছরের জাস্টিন। আর সেই নাচের ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল!
ভিডিওতে দেশি কুর্তা, পাজামা, চাদরে সুসজ্জিত জাস্টিনকে দেখে জ্বরে কাবু আট থেকে আশির মহিলারা। লম্বা চুল ছুঁয়েছে কাঁধ। একে একে মহিলাদের হাতে ধরে নিয়ে আসছেন ডান্স ফ্লোরে।
পাঞ্জাবি গানের তালে চুটিয়ে নাচছেন দুনিয়া ভুলে গিয়ে। হ্যান্ডসাম জাস্টিনকে দেখে উৎসাহে ভিড় জমছে ডান্স ফ্লোরে। সব মিলিয়ে জমজমাট এক মিনিটের ইউটিউব ভিডিও।
১৯ অক্টোবর, ২০১৫ নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর পুত্র জাস্টিন ট্রোডো। তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।