খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: বয়স তার বেশি নয়। মাত্র ১৬ মাস । কিন্ত এই বয়সেই সে ইংরেজি শব্দ চিনে গেছে।
পশ্চিমা দেশের এই শিশুর ভিডিও এখন ইউটিউবে ভাইরাল আকারে ছড়িয়ে পড়েছে। ট্রি, অ্যাপল,ফুট, বিটল সব শব্দই চেনে শিশুটি।
ভিডিওতে দেখা যায়। শিশুর পরিচিত একজন তাকে বিভিন্ন শব্দ সম্পর্কিত প্ল্যাকার্ড এনে দিতে বলে। শিশুটি বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সঠিক শব্দের প্ল্যাকার্ড তুলে আনছে। যা সবাইকে অবাক করছে।