খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, ‘সরকার পুলিশ দিয়ে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নয়, সরকার বিএনপির প্রতিপক্ষ হিসেবে পুলিশকে ব্যবহার করছে।’
সোমবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চতুর্থ কাউন্সিল ও নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
সারাদেশে পুলিশ আমাদের কাউন্সিল করতে দিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘কাউন্সিলের জন্য ১০ থেকে ২০ জন নেতা-কর্মী এক জায়গায় জড়ো হলেই তাদের আটক ও মামলা দেয়া হচ্ছে।