Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোন প্রকার 37অ্যালার্ট জারি করা হয়নি বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়।
সোমবার দুপুরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো প্রকার অ্যালার্ট জারি করা হয়নি । তা সত্ত্বেও কোনো কোনো টিভি চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে মর্মে সংবাদ প্রচার হচ্ছে । বিষয়টি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
প্রকৃতপক্ষে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা বিন্যাস করতে এবং সংস্কার ও মেরামতকাজ সম্পাদন করার জন্য সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ স্থগিত রাখা হয়েছে।