Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: মোবাইল ফোনে চাঁদা চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের 38১০ কর্মকর্তাকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদার টাকা না দিলে ওই কর্মকর্তাদের গুলি করার হুমকি দেওয়া হয়।
সোমবার সকালে এ হুমকি দেওয়া হয় বলে কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার উপসচিব আসাদুজ্জামান আরজু জানান।
তিনি বলেন, সকালে ০১৯৯১৭৬০৭১৭ নম্বর থেকে দুজন ফোন করে সচিবালয়ের অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের ১০ কর্মকর্তাকে হুমকি দেয়। দুজনের মধ্যে একজন পেটকাটা বাবু ও অপরজন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হিসেবে নিজেদের পরিচয় দেয়।
উপসচিব আসাদুজ্জামান আরো জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ১০ কর্মকর্তার মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে তিনি জানান।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস জানান, এ ধরনের কোন অভিযোগ বা জিডি করতে কেউ এখনও আসেননি।