Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: নাশকতার ১৩ মামলায় বিএনপির ৪২ নেতাকর্মীকে 39কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ বিচারক মোহাম্মদ কাউসারের আদালতে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির ৪৬ নেতাকার্মী আত্মসমর্পণ করেন। এদের মধ্যে ৪২ জনকে কারাগারে পাঠানো হয়। বাকি চারজন অসুস্থ ও বয়স্ক হওয়ায় তাদের জামিন দেওয়া হয়।
কারাগারে পাঠানো ৪২ নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুবদলের আহবায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা আছেন।
যারা জামিন পেয়েছেন তারা হলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, বিএনপি নেতা মাইনুল ইসলাম, জামির হোসেন ও মিজানুর রহমান।
২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট ও বিভিন্ন বিস্ফোরকের ঘটনায় ১৩টি মামলা করা হয়।