খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ২৪০ কোটি টাকা (৩০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এ লক্ষ্যে সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একটি চুক্তি সই হয়েছে। এতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবি বাংলাদেশ আবাসিক মিশন প্রধান কাজু হিকো হিগুচি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশকে ট্রান্স এশিয়া রেলওয়ে লিঙ্ক এবং এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত করতে রেল ও সড়ক খাতের অগ্রাধিকার প্রকল্প প্রণয়নে এ অর্থ ব্যয় করা হবে।