খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: বন্দরনগরী চট্টগ্রামে নাশকতার আশঙ্কায় নগরীর সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
সোমবার সকাল থেকে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনেও তল্লাাশ চলছে। নগরীর প্রতিটি এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাশকতামূলক হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম বন্দর, আদালত ভবন, জনবহুল বাস স্টেশন, নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম প্রতিটি মোড় এবং নগরীর পতেঙ্গা তেল স্থাপনাসহ প্রতিটি স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর প্রতিটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। এছাড়া বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে র্যাবের টহল কার্যক্রম।
এদিকে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে বন্দরনগরীর প্রতিটি এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে পুলিশ। গত রোববার নগর পুলিশের আইন-শৃংখলা বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।