খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: আমদানি বিকল্প ফসল ডাল, তৈলবীজ ও মসলা চাষিদের ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
সোমবার দুপুরে জয়পুরহাট সার্কিট হাউস চত্বর মাঠে কৃষিঋণ ও কর্মসংস্থান সহায়তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র দূরীকরণে কৃষিখাতের ওপর গুরুত্ব আরোপ করে গভর্নর আতিউর বলেন, “কৃষি ও পল্লী খাতের উন্নয়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি স্ব-কর্মসংস্থান সৃষ্টি করে জাতীয় অর্থনীতির ভিতকে আরও মজবুত করা সম্ভব।”
কৃষি ঋণ পেতে কোনো কৃষক হয়রানির শিকার হলে যে কোনো মোবাইল থেকে ১৬২৩৬ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর পরামর্শও দেন তিনি।
এছাড়া জয়পুরহাটে কোনো কোন উদ্যোক্তা তৈরি পোশাক শিল্প করতে চাইলে মূলধনী যন্ত্রপাতি কেনায় বাংলাদেশ ব্যাংক ঋণের ব্যবস্থা করবে বলেও মেলার উদ্ধোধনীতে ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর।
জয়পুরহাটে শাখা পরিচালনাকারী বেশ কয়েকটি ব্যাংক এই কৃষি ঋণ ও কর্মসংস্থান সহায়তা মেলার আয়োজন করে।
উদ্ধোধনী অনুষ্ঠানের আগে মেলার বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন আতিউর।
উদ্ধোধনী বক্তব্যের পর কৃষি, প্রাণিসম্পদ, এসএমই, গ্রিন ফাইন্যান্সিং, ১০ টাকার হিসাবের বিপরীতে ঋণ বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গবাদি পশু পালন, দুগ্ধ উৎপাদন, মাছ চাষ, পোল্ট্রিসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে সনদ এবং এসব ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের দেওয়া ৫৮ লাখ টাকা নগদ ঋণ বিতরণ করেন তিনি।