খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘স্থানীয় সরকারের নির্বাচন দলীয় প্রতীকে হলে পরিবারের মধ্যে রক্তারক্তি ও মারামারি হবে। এটি সরকারের দূরভিসন্ধি, পুনরায় ক্ষমতায় যাওয়ার নীলনকশা।’
টাঙ্গাইলের ভাসানী হলে সোমবার দুপুরে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হোসেনী দালানে বোমা বিস্ফোরণ ও দুই বিদেশী হত্যাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে এরশাদ বলেন, ‘যে দেশে পুলিশের নিরাপত্তা নাই, সে দেশে সরকার মানুষের নিরাপত্তা দেবে কিভাবে?’
সম্প্রতি টিআইবির রিপোর্টের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি-আওয়ামী লীগের কোনো সংসদেই বিরোধী দল ছিল না। প্রথমবারের মতো আমরা সংসদে যাচ্ছি এবং সরকারের সমালোচনা করছি।’
এরশাদ তার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘জাতীয় পার্টির সময়ে দেশের উন্নয়ন হয়েছে। দুর্নীতি হয়নি। এখন দেশের মানুষ শান্তিতে নাই। মানুষ মুক্তি চায়।’
একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিও জানান সাবেক এই রাষ্ট্রপ্রধান।
টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোজাম্মেল হক।