খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: বিরোধী দলের জনপ্রিয় নেতাদের ‘দণ্ড দিয়ে নিবার্চনে অযোগ্য ঘোষণার ষড়যন্ত্র’ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার বিকালে এক প্রতিবাদ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।
তিনি বলেন, “সাদেক হোসেন খোকার মতো একজন জনপ্রিয় নেতাকে কারাদণ্ড দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হল। এটা একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মাত্র শুরু, শেষ না।
“আজ হোক কাল হোক নির্বাচন তো দিতেই হবে। সাদেক হোসেন খোকার মতো আরও যারা জনপ্রিয় আছেন তাদের অনেককে হয়ত অযোগ্য ঘোষণার ব্যবস্থাও করা হবে। খোকাকে কারাদণ্ড দেওয়ার মাধ্যমে সেই লক্ষণ আমরা দেখছি।”
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সূত্রাপুর খানা বিএনপির উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এই সভা হয়।
নজরুল বলেন, “আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে গণতন্ত্রের জন্য, আজ তা নির্বাসিত। টিআইবি বলেছে, এই সংসদ হল পুতুল নাচের নাট্যশালা। এরকম সংসদই চায় সরকার। সেখানে বিএনপি গেলে তো সুবিধা হবে না। এজন্য নেতাদের কারাদণ্ড দিয়ে নির্বাচন অযোগ্য করা হচ্ছে।”
গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন খান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, মহানগর নেতা কাজী আবুল বাশার, আবদুল কাদের, মোজাম্মেল হক মুক্তা, সাব্বির আহমেদ আরিফ প্রমুখ নেতা।