Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: হিন্দুকুশ পর্বতে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তান ও 25পাকিস্তানে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক বাণীতে রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হতাহতাতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও।
সোমবারের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত আফগানিস্তান ও পাকিস্তান মিলিয়ে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
সোমবার বিকালে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় ভারত ও বাংলাদেশেও।
ভূমিকম্পে হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ নেই বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।