খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: অল্পবয়সী নারীদের বিরুদ্ধে যারা যৌন অপরাধ করে তারা পশু। এইসব পশুরা মার্জনা বা সহানুভূতি পেতে পারে না। সোমবার ভারতের সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ আপিল খারিজ আবেদনের শুনানিতে এ কথা বলেন। বিচারপতিরা হলেন প্রধান বিচারপতি এইচ এল দাত্তু ও বিচারপতি অমিতাভ রায়। মঙ্গলবার টাইম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
৩৫ বছর বয়সী কুলদ্বীপ কুমার নামক এক ব্যক্তি ২০১০ সালে হিমাচল প্রদেশের এক গ্রামে ১০ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ করে। সে বিচারে কুলদ্বীপের ১০ বছর কারাদণ্ড হয়। রায়ের বিরুদ্ধে কুলদ্বীপ সুপ্রিমকোর্টে আপীল করলে বিচারপতিরা আপীল খারিজ করে কুলদ্বীপের সাজা বহাল রাখে। আপীল খারিজের এই শুনানিতে বিচারকরা কুলদ্বীপের মত মানুষদের পশু বলে মন্তব্য করেন।
এর আগে মাদ্রাজ হাইকোর্টের এক বিচারপতি এন কুরবাকরন শিশুদের বিরুদ্ধে যৌন আক্রমণকারী ব্যক্তিকে সাজা হিসেবে পুরুষাঙ্গ ছেদের আদেশ দিয়েছিলেন।