খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার পতনে লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে মিশ্র ধারায়।
এদিন ডিএসইতে লেনদেনের ১ম ঘণ্টায় ৬৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি টাকা শেয়ার।
ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টি কোম্পানির। আর দর কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১০৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৭ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১২৯ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।