খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: ভারতের হায়দারাবাদে একটি প্রাইভেট স্কুলের অধ্যক্ষ ৬ ছাত্রীকে হাতে মেহেদি লাগানোয় শাস্তি দিয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে বলে ভারতীয় মিডিয়ায় জানানো হয়।
এসসিপিসিআর এ ঘটনায় জেলা শিক্ষা অফিসারকে ১৬ নভেম্বরের আগে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
অচিত্রা রায় বলেন, ছুটি শেষে স্কুল সোমবার খুললে অনেক ছাত্রীর হাতে মেহেদি দেখা যায়। এতে অধ্যক্ষ ওই ছাত্রীদের শাস্তি দেন।
এর বিরুদ্ধে সর্বভারতীয় ছাত্র ফেডারেশন একটি অভিযোগ এসসিপিসিআর’এ পাঠালে ঘটনাটি সবার নজরে আসে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া