Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20151027_AIBL_CSR_Solar_Pressখোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: বাংলাদেশ ব্যাংকের আহ্বানে পূর্বতন ছিটমহলবাসীদের আর্থিক অন্তর্ভূক্তি ও জীবনমান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করে চলেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ কর্মকা-ের অংশ হিসেবে ব্যাংকের সিএসআর কর্মসূচির আওতায় গত ২৫ অক্টোবর ২০১৫ তারিখে পঞ্চগড় জেলার দেবীগজ্ঞ উপজেলার পূর্বতন ছিটমহল দহলা খাগড়াবাড়ী এলাকার ২৫টি পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোলার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আতিউর রহমান। এ সময় ব্যাংকের পক্ষ থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহাম্মদ খান, রংপুর শাখার ব্যবস্থাপক মোঃ কামরুল আহসান, ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ ময়নাল হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শেখ আসাদুল হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।