তোফাজ্জল হোসেন: নরসিংদীর মনোহরদীতে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে রিফাত (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিফাত নারান্দী দারুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র এবং নারান্দী খামারী বাড়ীর মিলন মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে রিফাত তার বন্ধুদের সাথে মাদরাসার পাশে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নামে। গোসল শেষে সবাই নদীর পাড়ে উঠলেও রিফাতকে দেখা যায়নি। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজির পর পানির নিচে পরিত্যক্ত গাছের ডাল-পালার সাথে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে মুমূর্ষ অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।