দুর্ঘটনায় আহত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির বেপারীর পিতা আবদুল মান্নানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ‘তৃণমূল নাগরিক আন্দোলন’র উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল হয়।
তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মো. মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, এনডিপির নির্বাহী সদস্য এ জেড এম সাইফুল আজম, শ্রমিক নেতা আবদুল্লাহ আল-কাউছারী, সংগঠনের সহ-সভাপতি শাহনুর, সাইফুল ইসলাম, কাজী মিরাজ হোসেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মো. জসিমউদ্দিন মজুমদার প্রমুখ।