Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: সত্তর দশকে জাতীয় দলে খেলা সাবেক ফুটবলার ও কোচ 59দিলীপ বড়ুয়া পরলোকমগমন করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে চট্টগ্রামস্থ নিজ বাসভবনে শেষ নিঃশেষ ত্যাগ করেছেন তিনি।
দিলীপ বড়ুয়া ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার চট্টগ্রামের কাতালগঞ্জ বৌদ্ধ বিহারে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
সাবেক ফুটবলার দিলীপ বড়ুয়ার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ বাফুফের স্ট্যান্ডিং কমিটির সব সদস্য আন্তরিক শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে বাফুফের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।