খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের সঙ্গে শঙ্কা জেগেছিল, বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে তো সকারুরা? অনিশ্চয়তার মেঘ কেটেছে। ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল। বিষয়টি ই-মেইলের মাধ্যমে বাফুফেকে আজ নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া (এফএফএ)।
সেপ্টেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অগ্রবর্তী পর্যবেক্ষক দলের ফিরে যাওয়া, স্টিভেন স্মিথদের বাংলাদেশে সফরে না আসা—নানা বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এফএফএ। নিরাপত্তার শঙ্কায় এএফসির কাছে চিঠিও দিয়েছিল তারা। নিরাপত্তা নিয়ে এএফসি অবশ্য কোনো প্রশ্ন তোলেনি।
ফিরতি ম্যাচ খেলার ব্যাপারে বাফুফের পাঠানো ই-মেইলের জবাব দিয়েছে এফএফএ। জানিয়েছে, ১৪ নভেম্বর রাতে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে তাদের। আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা এই ম্যাচের।
এর আগে ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ।