খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দুই আইনজীবীকে হয়রানি বন্ধে আবেদনের শুনানির জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন চেম্বার বিচারপতি। একইসঙ্গে মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে হয়রানি না করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে এ আদেশ দেন।
আদালতে দুই আইনজীবীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, আদালত মুজাহিদের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে সহায়তা করতে শিশির মনিরকে যেন হয়রানি না করা হয় সে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে নিশ্চিত করতে বলেছেন।
এর আগে গত ২৫ অক্টোবর অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে হয়রানি না করার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে একটি আবেদন করা হয়।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর সন্ধ্যায় অ্যাডভোকেট শিশির মনিরের মোহাম্মদপুরের বাসায় পুলিশ দুই দফা অভিযান চালায়। অন্যদেক আরেক আইনজীবী অ্যাডভোকেট আসাদ উদ্দিনকে যমুনা সেতুর পশ্চিম পাড়ের কড্ডার মোড় থেকে একইদিন দুপুর ২টায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছিল তার পরিবারের সদস্যরা। তবে অ্যাডভোকেট আসাদকে ২৫ অক্টোবর বিকেলে আদালতে হাজির করা হয়।