খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : দুই বিদেশি হত্যাকাণ্ডের কথিত নির্দেশদাতার পেছনে রাজনীতিকরা রয়েছেন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তবে এই রাজনীতিক কারা, তা প্রকাশ করেননি তিনি; যদিও আওয়ামী লীগ নেতারা এজন্য সরাসরি বিএনপি-জামায়াতকে দায়ী করে আসছে।
ঢাকার গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে পুলিশ গ্রেপ্তার করার একদিন বাদেই রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, “ইতালির নাগরিক তাভেল্লা হত্যাকাণ্ডে শুধু বড় ভাই আসল নয়, তার পেছনে যারা রয়েছেন, তারা রাজনীতিবিদ।”
সোমবার চারজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে পুলিশ জানায়, পলাতক এক ‘বড় ভাই’য়ের নির্দেশে গ্রেপ্তার তিনজন এই হত্যাকাণ্ড ঘটায়। এর উদ্দেশ্য ছিল বিদেশি কাউকে হত্যা করে সরকারকে বেকায়দায় ফেলা।
সাম্প্রতিক বিদেশি হত্যা, পুলিশ হত্যা, আশুরায় শিয়াদের তাজিয়া মিছিলে বোমা হামলা- সব ঘটনায় যোগসূত্র রয়েছে বলে আসছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্য থেকে এসব করা হচ্ছে বললেও সরাসরি কোনো রাজনৈতিক দলকে নিয়ে কোনো বক্তব্য এতদিন আসেনি আসাদুজ্জামান কামালের মুখ থেকে।
তিনি বলেন, “সুনির্দিষ্ট তথ্য প্রমাণে রাজনৈতিক দলের নেতাদের সংশ্লিষ্টতা (খুনের সঙ্গে) পাওয়া গেছে। তারা গোয়েন্দা নজরদারিতে আছেন। তথ্য প্রমাণ বিচার-বিশ্লেষণ করে দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।”
সন্দেহভাজন কয়েকজন ইতোমধ্যে দেশ ছেড়েছেন স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।
ঢাকা ও রংপুরে দুই বিদেশি হত্যাকাণ্ডে আলাদা ব্যক্তিরা থাকলেও কারণ একই জানিয়ে তিনি বলেন, “বিদেশি হত্যাকাণ্ড আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র। আমাদের দেশকে জঙ্গিরাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায় ষড়যন্ত্রকারীরা। দুই হত্যাকাণ্ডের পরিকল্পনা একই জায়গা থেকে হয়েছে।”
দুই বিদেশি হত্যাকাণ্ডের বিষয়ে দুই-একদিনের মধ্যেই বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান মন্ত্রী।
“গোয়েন্দারা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে। তা মিলিয়ে দেখার জন্য বিলম্ব হচ্ছে।”
বিএনপি আমলে একুশে অগাস্টের গ্রেনেড হামলার মতো কোনো ‘জজ মিয়া নাটক’ সাজানো হবে না বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপি নেতারা ইতোমধ্যে বলছেন, সরকার এসব ঘটনায় তাদের জড়ানোর ‘অপপ্রয়াস’ চালাচ্ছে।
পুরান ঢাকায় হোসাইনী দালানে বোমা হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইতোমধ্যে আমরা সব ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। অচিরেই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে।”