খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : দেশের শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বৃদ্ধির চিত্র তুলে ধরে কর্মজীবী নারীর পরিচালক রাহেলা রব্বানী বলেছেন, ‘পুরুষের চেয়ে বছরে নারী শ্র্রমজীবী তিনগুণ হারে বাড়ছে। ১৯৯৯-২০০০ অর্থবছর থেকে ২০১০ অর্থবছরে নারী শ্রমজীবী ৬.৬ মিলিয়ন থেকে বেড়ে ১৪.৯ মিলিয়ন হয়েছে। এ হার বৃদ্ধি পাওয়ার একটি কারণ সস্তা শ্রম ও কম সুযোগ-সুবিধা।’
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপের বরাত দিয়ে তিনি বলেন, ‘২০১০ সালে দেশের মোট ৫৪.১ মিলিয়ন শ্রমশক্তি নিয়োজিত ছিল, যার ১৬.২ মিলিয়ন নারী। আবার প্রাতিষ্ঠানিক খাতের চেয়ে অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমিকের অংশগ্রহণ দ্রুত হারে বাড়ছে।’
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার ‘ট্রেড-ইউনিয়নকে কার্যকর করতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, ‘ভবিষ্যতের শ্রমশক্তি আসছে যাদের দিয়ে তাদের আমরা দাম দিতে চাই না। শ্রমের মর্যাদার মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।’
কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ।