খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে যাত্রাবাড়ীর ওসি অবনী শঙ্কর কর জানান।
তিনি বলেন, “জামায়াত-শিবির কর্মীরা যাত্রাবাড়ীর কোনাপাড়া মুরগির ফার্ম এলাকায় মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ও ককটেল ছোড়া হলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”
পুলিশ এ সময় ব্যানারসহ তিনজনকে আটক করে বলে জানান ওসি। ওই এলাকায় এখন তল্লাশি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”